ঢাকাশুক্রবার , ২৭ আগস্ট ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদী পৌর শ্মশানের পুনঃনির্মিত মডেল চিতার পূজা অনুষ্ঠিত, দাহ শুরু আশ্বিনে

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২১ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী পৌর শ্মশানের চিতা পুনঃনির্মাণ কাজ সমাপ্ত হয়েছে। আজ শুক্রবার (২৭ আগষ্ট) বিকেলে নবনির্মিত মডেল চিতার পূজা অনুষ্ঠিত হয়েছে। পুরাতন চিতায় শেষকৃত্য কাজের সময় বৃষ্টি কিংবা অতিরিক্ত বাতাসে শব দাহে অনেক বেগ পেতে হতো। তাই  শব দাহের কাজ বিনা বাধায় সম্পন্ন করার জন্য চিতাটি পুনঃনির্মাণ কাজের সিদ্ধান্ত নেয়া হয়। গতবছর শ্মশানের চিতা পুনঃনির্মাণ কাজ শুরু হয়। পুরাতন চিতার পাশে একটি অস্থায়ী পাকা চিতা তৈরি করে শুরু হয় কংক্রিটের মডেল চিতার নির্মাণ কাজ। এখন চলছে নবনির্মিত মডেল চিতার কিউরিং এর কাজ। পুনঃনির্মিত মডেল চিতাতে শবদাহ শুরু হবে আশ্বিন মাসের প্রথম দিকে।

পুনঃনির্মিত চিতার পূজায় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর শ্মশান কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, সাধারণ সম্পাদক স্বপন কুমার কুন্ডু, সহ-সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস, কোষাধ্যক্ষ মাধব চন্দ্র পাল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল চক্রবর্তী, উত্তম বরাসিয়া, সুভাষ পাল, বিমল চৌধুরী, নিখীল পাল, মিলন কর্মকার, কার্তিক কুন্ডু স্বপন রায়, লিখন কুন্ডু, প্রবীন বিশ্বাস, অপুর্ব চৌধুরী, বিশ্বজিত সরকার প্রমূখ।