ঢাকাশুক্রবার , ৬ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে উপজেলা প্রশাসনের আযোজনে শেখ কামালের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৬, ২০২১ ২:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদ শেখ কামালের কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার ( ৫ আগষ্ট) ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।

পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কাযেস।

বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী।

সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।