ঢাকাসোমবার , ২৩ আগস্ট ২০২১
  • অন্যান্য

টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান কমানোর উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
আগস্ট ২৩, ২০২১ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

করোনাভাইরাসের টিকার দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনার উপায় খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বৈঠকের পর সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন দ্বিতীয় ডোজের সময়টা একটু কমিয়ে আনা যায় কি না তা দেখতে। দুই ডোজের মধ্যে ব্যবধান ১৫ বা ২০ দিন করা যায় কি না সেটা দেখতে বলেছেন।

উল্লেখ্য, দেশে বর্তমানে চার সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা দেওয়া হচ্ছে।