ঢাকাসোমবার , ১৬ আগস্ট ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

এতিম শিশু ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করলেন দোলন বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৬, ২০২১ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট ঈশ্বরদী শহরের মশুরিয়াপাড়া ভাটাপাড়া বাইতুল কোরআন হাফেজিয়া লিল্লাহ বোর্ডিং এর এতিম শিশু ও রেলওয়ে জংসন স্টেশনের বুকিং কাউন্টার, খায়রুজ্জামান বাবু বাসটার্মিনালে ছিন্নমুল মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

 

এতিম শিশুদের খাবার বিতরণের সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, বাইতুল কোরঅান হাফেজিয়া মাদ্রাসার সভাপতি ফিরোজ মিয়া,শিক্ষক হাফেজ মাওলানা ইসরাইল হোসেন প্রমূখ।
এছাড়াও জংসন স্টেশন বুকিং অফিস ও খায়রুজ্জামান বাবু টার্মিনালে খাবার বিতরণের সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।