ঢাকাশনিবার , ১ জানুয়ারি ২০২২
  • অন্যান্য

ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন

নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১, ২০২২ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী আওয়ামী লীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শনিবার (১লা জানুয়ারী) ম্যুরালের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।
বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এখন থেকে আওয়ামী লীগ কার্যালয়ের বঙ্গবন্ধুর ম্যুরালেই দলীয় ও অংগ সংগঠনের পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক  আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাসসহ দলীয় ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।