ঢাকাবুধবার , ২৯ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য

লঞ্চে অগ্নিকাণ্ডে সৌদি বাদশাহ ও যুবরাজের সমবেদনা

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের বরগুনায় লঞ্চ দুর্ঘটনায় শোক জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সৌদি বার্তা সংস্থা এ তথ্য জানায়।
আরব নিউজের খবরে জানা যায়, শোক বার্তায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সৌদি বাদশা বলেন, ‘বাংলাদেশের দক্ষিণাঞ্চলের নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের খবর জানতে পেরেছি। মহামান্য রাষ্ট্রপতি, নিহতদের পরিবার ও সব বাংলাদেশীর কাছে আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।
গত শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত ৩টায় দক্ষিণাঞ্চলীয় সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটিতে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ঘুমন্ত যাত্রীদের অন্তত ৪১ জন নিহত হন এবং প্রায় শতাধিক আহত হন। এতে অনেক মানুষ নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন।