ঈশ্বরদী উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুর দেড়টায় পাবনা জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক বিশ্বাস রাসেল শপথ পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পাবনার উপ-পরিচালক মখলেছুর রহমান।
শপথ গ্রহণ করেন লক্ষ্মীকুন্ডা ইউপি চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, মুলাডুলি ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা, পাকশীর ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, সলিমপুর ইউপির চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান এমলাক হোসেন বাবু।
প্রসঙ্গতঃ গত ২৮ নভেম্বর ঈশ্বরদীর ৭ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।
