ঢাকাবুধবার , ১৫ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদী ইক্ষু গবেষণা স্কুলে ভর্তিতে লটারি অনুষ্ঠিত

বিশেষ প্রতিবেদক
ডিসেম্বর ১৫, ২০২১ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী ইক্ষু গবেষণা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) সকালে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী এই স্কুলে শিক্ষার্থী ভর্তিতে বিদ্যালয়ের মাঠে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভর্তি কমিটির আহব্বয়ক ও সুগারক্রপের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কুয়াশা মাহমুদ।
সহকারি কমিশনার (ভুমি) শেখ মেহেদী ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার অতিথি হিসেবে উপস্থিত থেকে লটারি তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করেন।
স্কুলের সহকারি শিক্ষক ফারজানা আনোয়ার জানান, মোট ৫১ আসনে ষষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য সাধারণ কোটায় ৫২৮টি এবং মুক্তিযোদ্ধা কোটায় ৩৭ টি আবেদন পড়ে। এরমধ্যে সাধারণ কোটায় ৪৮ জন এবং মুক্তিযোদ্ধা কোটায় ৩ জন লটারিতে নির্বাচিত হয়েছে।
এসময় সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও অভিভাবক উপস্থিত ছিলেন।