আজ (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস । ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার, আলবদর, আলশামস সম্মিলিতভাবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।দিবসটি উপলক্ষে ঈশ্বরদীতে জাতীয় ও কালো পতাকা অর্ধনমিতকরণ, বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য নিবেদন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।
ঈশ্বরদীতে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এছাড়াও আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ঈশ্বরদী পৌরসভা, ঈশ্বরদী প্রেসক্লাব, ঈশ্বরদী শিক্ষক সমিতি, ঈশ্বরদী সাহিত্য সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।
বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণের সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার পিএম ইমরুল কায়েস, সহকারী কমিশনার (ভূমি) শেখ মেহেদি হাসান, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফান্টু, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু প্রমূখ নেতৃবৃন্দ।
অপরদিকে, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয়,দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দ। এছাড়াও ঈশ্বরদী প্রেসক্লাব সংলগ্ন শহীদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, সিনিয়র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ রশিদুল্লাহ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহমেদ বকুল, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, কৃষকলীগ নেতা মুরাদ মালিথা উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক সুমন দাস প্রমূখ।
