ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদী শহরে যুবদলের ঝটিকা মশাল মিছিল, খালেদা জিয়ার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতির দাবিতে ঈশ্বরদী শহরে হঠাৎ ঝটিকা মশাল মিছিল করেছে যুবদল।

বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ঝটিকা মশাল মিছিলটি ঈশ্বরদী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে শুরু হয়ে বাজারের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়।

ঝটিকা এ মশাল মিছিলের নেতৃত্ব দেন ঈশ্বরদী পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল। যু্‌বদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের প্রায় শতাধিক নেতাকর্মীর এই ঝটিকা মিছিলে নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবি জানানোর পাশাপাশি  আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়ার দাবিও জানান।