ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীর চরকুড়ুলিয়ায় দু’পক্ষের গুলাগুলি, ১০ জন আহত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৩০, ২০২১ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় জড়িয়ে পড়েছে লক্ষীকুন্ডার চরকুড়ুলিয়া এলাকার বিবাদমান দু’টি পক্ষ। এতে গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সন্ধ্যার পর থেকেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ   শুরু হয়। রাত সাড়ে ৯টায়  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চরকুড়ুলিয়ায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে গুলিবিদ্ধ চরকুড়ুলিয়া গ্রামের নুরু মালিথার ছেলে আলম বাদশা, জামাত মালিথার ছেয়ে জনি মালিথা,  মামুন, শফি ও শাহজামালকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে সংঘর্ষে আহত নুরুল প্রামানিকের ছেলে আলামিন, সাইফুল ও আলেয়া নামে এক নারীকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  এছাড়াও আহত অন্যদের স্থানীয়ভাবে প্রাথামিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করা হয়েছে।