ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে কেয়ার গিভার্স ইনস্টিটিউট অব ঈশ্বরদীর কার্যক্রম শুরু উপলক্ষে মতবিনিময় 

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য সেবায় কারিগরি শিক্ষার দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দুরীকরণ এবং জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে ঈশ্বরদী শহরে শৈলপাড়ায়  কেয়ার গিভার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ এর ঈশ্বরদী শাখার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ ইনস্টিটিউটের কার্যক্রম বিষয়ে সচেতন নাগরিক সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়

কেয়ার গিভার্স ইনস্টিটিউট অব ঈশ্বরদীর  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা।

অধ্যক্ষ মাসুমা আক্তার সীমা‘র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন কেয়ার গিভার্স ইনস্টিটিউট ফাউন্ডেশন ঢাকা’র চেযারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ)  ডাঃমোঃ বাসিদুল ইসলাম।

মতিবিনিময় সভা সঞ্চালনা করেন কেয়ার গিভার্স ইনস্টিটিউট অব ঈশ্বরদীর সিইও বীরমুক্তিযোদ্ধা  ই.ম শহিদুল ইসলাম।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।