ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২১ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বিকালে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ রবিবার সকাল ৮টায় ঈশ্বরদী শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ে সামনে পৌর বি এন পি ও যুবদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি শুরু হয়। বিকালে পশ্চিমটেংরী ঈদগাহ সংলগ্ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক নেতা আহসান হাবীব,বিএনপির নেতা আলমগীর হোসেন, এস এম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, শামসুদ্দোহা পিপ্পু, বিএনপির নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা ডাঃ নুরুল ইসলাম, হাসান আলী, আক্কাস আলী, আরোজ আলী, পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহবায়ক জিতু প্রমূখ।