ঈশ্বরদীতে রাসেল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রীণসিটির সিকদার ট্রেড সেন্টারের সাবেক কর্মকর্তা। বৃহস্পতিবার (৪ নভেম্বর) ঈশ্বরদীর দিয়ারসাহাপুর গ্রামের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাবনা প্রেরণ করেছেন।
রাসেলের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার আলফাডাঙ্গার চরডাঙ্গা গ্রামে। সে স্ত্রীসহ দিয়ার সাহাপুর গ্রামে ভাড়া বাসায় বসবাস করতেন।
জানা যায়, প্রতিদিনের মতো স্ত্রীর সঙ্গেই ঘুমিয়ে ছিলেন রাসেল। সকালে ঘুম থেকে তার স্ত্রী জেগে দেখেন সে বিছানায় নেই। পরে বাথরুমে গিয়ে দেখেন রাসেল কাপড় রাখার হেঙ্গারের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
ঈশ্বরদী তানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বরেন, প্রাথমিক তদন্তে ওই যুবক আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত জানা যাবে।
