মুজিববর্ষে পুলিশনীতি,জনসেবা আর সম্প্রীতি, এই স্লোগানে ঈশ্বরদীতে কমিউনিটি পুলিশিং ডে-২০২১ উদযাপিত হয়েছে।
ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের আয়োজনে শনিবার (৩০ নভেম্বর) ১১ টায় দিবসটি উদযাপন উপলক্ষে শহরে র্যালী বের করা হয়। পরে রেলওয়ে থানা চত্বরের প্লাটফর্মে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাকশী রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ শাহাব উদ্দীন।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, রেলওয়ে আর এনবির ইনর্চাজ ফিরোজ হোসেন, রেলওয়ে কমিউনিটি পুলিশিং সভাপতি আসাদুর রহমান বিরু।
কমিউনিটি পুলিশিং ডে সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, ইমাম ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের তথ্য দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করতে হবে।
