ঢাকাবৃহস্পতিবার , ২১ অক্টোবর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীতে ১৫০ লিটার দেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে ১৫০ লিটার বাংলা মদসহ (দেশী মদ) মোঃ সোহাগ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর ২টায় শহরের রেলগেটে  অভিযান চালিয়ে সোহাগকে আটক করে পুলিশ। সে শহরের দরিনারিচা (মেথরপাড়া) এলাকার আব্দুর রশিদের ছেলে।  উদ্ধারকৃত ১৫০ লিটার মদের বাজার মূল্য প্রায় ৬৬ হাজার টাকা।

পুলিশ জানায়, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবিরের নেতৃত্বে শহরের রেলগেটে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত ভ্যান থেকে ১৫০ লিটার দেশী বাংলা মদ উদ্ধার করে পুলিশ।  এসময় পুলিশ মাদক ব্যবসায়ী সোহাগকে আটক করে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান, অবৈধভাবে তৈরিকৃত এসব বাংলা মদ (দেশী মদ) বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মদসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।