ঢাকাশুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ১৬, ২০২৬ ২:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

পাবনা প্রতিনিধি ।। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাতে পাবনা শহরের একটি অভিজাত হোটেলে পাবনা থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক,প্রকাশক ও প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত “সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সংবাদপত্রের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।উক্ত সভায় সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সংবাদপত্র ও সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা অপরিহার্য বলে মন্তব্য করেছেন পাবনা-৫ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন। তিনি আরো বলেন, বর্তমান রাজনৈতিক বিভাজন,পারস্পরিক অনাস্থা ও সহনশীলতার ঘাটতি আসন্ন জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
এ প্রেক্ষাপটে সাংবাদিকদের দায়িত্ব শুধু সমস্যা তুলে ধরা নয়,বরং সমাধানমুখী ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করা। আন্তর্জাতিক অঙ্গনে বর্তমানে সমাধানমুখী ও গঠনমূলক সাংবাদিকতা বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে। এ ধরনের সাংবাদিকতায় সমস্যা তুলে ধরার পাশাপাশি সম্ভাব্য সমাধান,প্রেক্ষাপট ও ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে গণতান্ত্রিক অংশগ্রহণ ও জনগণের আস্থা বৃদ্ধি করে। সাংবাদিকদের কলম সত্যনিষ্ঠ ও প্রেক্ষাপটসমৃদ্ধ হলে জনগণের মধ্যে আস্থা পুনরুদ্ধার সম্ভব। বিশেষ করে নির্বাচনী পরিবেশের স্বচ্ছতা, অংশগ্রহণ ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো তুলে ধরা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, কোনো পক্ষের প্রভাবমুক্ত থেকে তথ্য পরিবেশনই সুষ্ঠু নির্বাচনের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির প্রধান ভিত্তি। গুজব ও যাচাইহীন সংবাদ নির্বাচনী পরিবেশে উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি করে—যা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
মতবিনিময়ে তিনি বলেন, ভোটগ্রহণ প্রক্রিয়া, প্রার্থীদের নীতি ও অঙ্গীকার সম্পর্কে ধারাবাহিক ও নির্ভুল তথ্য সরবরাহে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল সমালোচনায় সীমাবদ্ধ না থেকে আলোচনার সুযোগ তৈরি ও সংঘাতহীন বিকল্প পথ অনুসন্ধানের মাধ্যমে সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করেন এবং বৈধ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকতা ও সংবাদপত্রের প্রয়োজনীয় দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—দৈনিক বিপ্লবী সময়ের সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল রানা বিপ্লব, দৈনিক সিনসার সম্পাদক অধ্যাপক মাহবুবুল আলম, দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মো. আব্দুল্লাহ, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দৈনিক মুক্তির মিছিলের সম্পাদক মোহাম্মদ আইয়ুব, দৈনিক এ যুগের দ্বীপের সম্পাদক ওমর সরকার, দৈনিক পাবনার আলোর সম্পাদকের প্রতিনিধি সিয়াম হোসেন, সাপ্তাহিক ঈশ্বরদী বার্তার সম্পাদক আজিজুর রহমান খান, দৈনিক জীবন কথার নির্বাহী সম্পাদক ড. ইদ্রিস আলম, দৈনিক পাবনার খবরের সম্পাদক তাজউদ্দিন মিলন, দৈনিক স্পষ্টবাদীর সম্পাদক ইমরুল হাসান রন্টি, দৈনিক পাবনা প্রতিদিনের সম্পাদকের প্রতিনিধি রিজভী রাইসুল ইসলাম জয়, দৈনিক জোড় বাংলার প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বিশ্ববার্তার সম্পাদকের প্রতিনিধি মিরাজুর রহমান, দৈনিক খবর বাংলার শামীম আহমেদ, দৈনিক স্পষ্টবাদীর সুজন আহমেদসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।