নিজস্ব প্রতিনিধি ।। দেশের বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল News24 এর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী লাইভ অনুষ্ঠানে ঈশ্বরদী-আটঘরিয়ার উন্নয়ন ভাবনা নিয়ে মুখোমুখি হন দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থী পাবনা জেলা বিএনপির আহবায়ক ও পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব এবং জামায়াতে ইসলামীর পাবনা জেলা আমির ও পাবনা-৪ আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী সহযোগী অধ্যাপক (অবঃ)আবু তালেব মন্ডল।
পূর্ব ঘোষিত লাইভ অনুষ্ঠানটি চলাকালে বিএনপি ও জামায়াতের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ দর্শকবৃন্দ দাশুড়িয়া বিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন।
