ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  • অন্যান্য
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় স্বেচ্ছাসেবকদল নেতা হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
জানুয়ারি ১৪, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের পোস্ট অফিস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে এসে পথসভায় মিলিত হয়। প্রতিবাদ সমাবেশে ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বিপুল হোসেন বুদুর সভাপতিত্বে এবং আউয়াল কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মাহাবুবুর রহমান পলাশ।
সমাবেশে বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তা ভিন্ন খাতে প্রবাহিত করতেই পরিকল্পিতভাবে এসব হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। তারা বলেন, ‘হাদিকে হত্যা করা হয়েছে, আজ আমাদের মুসাব্বিরকে হত্যা করা হয়েছে। আগামী দিনগুলোতেও ষড়যন্ত্রের অংশ হিসেবে আরও হত্যার আশঙ্কা রয়েছে। বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতেই পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ শুরু হয়েছে।’
সমাবেশ থেকে স্বেচ্ছাসেবকদল নেতা আজিজুর রহমান মুসাব্বিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন ডাবলু, উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের পথিক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ছবি মন্ডল, পৌর কাউন্সিলর ইঞ্জিনিয়ার জাহিদ সহ যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।