আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ প্রার্থী হলেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জাকারিয়া পিন্টু । ১৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে জাকারিয়া পিন্টুকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন হাইকোর্টের আপিল বিভাগ । জাকারিয়া পিন্টু জানান, নির্বাচনে তিনি তার মার্কা হিসেবে মোটরসাইকেল প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এর আগে নির্বাচন কশিশন নমিনেশন পেপার যাচাই বাছাইকালে তার নামে বিভিন্ন মামলা ও নমিনেশন পেপার সঠিকভাবে পুরন না হওয়ার কথা বলে নমিনেশন পেপার বাতিল ঘোষনা করেন। জাকারিয়া পিন্টু জেলা নির্বাচন অফিসের এই আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করলে বিজ্ঞ আদালত তার পক্ষে রায় প্রদান করেন।
