নিজস্ব প্রতিনিধি ।। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা.কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠান করেছে নাটোরে সদরের হয়বতপুরে অবস্থিত বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয় ।
৭ জানুয়ারি বুধবার সকালে বেগম খালেদা জিয়া কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ ইব্রাহিম খলিল।
অত্র কলেজের ব্যবস্থাপনা বিভবাগের শিক্ষক তালাত মাহমুদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ও হয়বতপুর বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, কলেজ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।
স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় তারা বলেন,বেগম খালেদা জিয়া সারাজীবন এ দেশের মাটি ও মানুষের কল্যাণের কথা ভেবেছেন। যারা অন্যায় বা অপকর্মের সঙ্গে জড়িত নন,তাদের যেন কোনোভাবেই হয়রানির শিকার হতে না হয় সেদিকে আমাদের সকলের নজর রাখতে হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক প্রতিহিংসার রাজনীতি বন্ধ করতে হবে।
