পাবনা জজ কোর্টের আইনজীবীর সহকারী ও ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার বাসিন্দা জামিল হোসেন (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় তিনি নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, জামিল হোসেন দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বাদ জুম্মা কাচারীপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
