ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

প্রকৃত বিএনপি নেতাকে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে — সাবেক এমপি

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

প্রকৃত বিএনপির নেতাকে মনোনয়ন দেওয়া হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন — সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার । তৃণমূল বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন-শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক হিসেবে আমরা কখনও আওয়ামীলীগ থেকে আসা কোন প্রার্থীকে মেনে নিতে পারি না। তিনি পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে প্রাথমিকভাবে দেওয়া প্রার্থীকে পরিবর্তন করার জোড়ালো দাবি জানান।
সভায় উপস্থিত সকল তৃণমূল বিএনপির সিনিয়র নেতাদের সর্ব সম্মতিক্রমে ২২ ডিসেম্বর সোমবার সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের নামে মনোনয়ন পত্র ক্রয়ের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।