ঢাকাসোমবার , ২২ ডিসেম্বর ২০২৫
  • অন্যান্য

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

জয়পত্র ডেস্কঃ
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন তাঁর সমর্থিত নেতাকর্মীরা।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা শামসুন্নাহার ভুইয়ার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা শামসুদ্দিন আহমেদ মালিথা, এস এম ফজলুর রহমান, আতাউর রহমান পাতা, আমিনুর রহমান স্বপন, আব্দুল্লাহ ওমর খান সুমার, আনোয়ার হোসেন জনিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জাকারিয়া পিন্টুর পক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে উপজেলা নির্বাচন কার্যালয় চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ও সাংগঠনিকভাবে দক্ষ নেতা হিসেবে জাকারিয়া পিন্টু এলাকায় ব্যাপকভাবে পরিচিত। তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা রয়েছে বলেও দাবি করেন তারা।