বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সিরাজ সরদার শনিবার (১৫ নভেম্বর) বিকালে উপজেলার পাকশী হাসেম আলী মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবী জানান। তিনি আরো বলেন, শুধু আমার চাওয়া না, দীর্ঘদিনের রাজপথের সহযোদ্ধা তৃণমূলের নেতাকর্মীদের চাওয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এ আসনে মনোনয়ন পুনর্বিবেচনার মাধ্যমে আমাকে নির্বাচিত করেন। যেহেতু দল এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি সুতরাং প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। সিরাজ সরদার আরো বলেন, তবে দল যদি মনোনয়ন পুনর্বিবেচনা না করেন,প্রার্থী যেই হোক ধানের শীষের পক্ষে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তবে বিগত দিনে মোখলেসুর রহমান বাবলু, শরিফুল ইসলাম তুহিন সহ যেসব নেতাকর্মী ধানের শীষের সাথে বেঈমানী করেছে, তাদের তৃনমূলের কর্মীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এসময় কারো ব্যাক্তি স্বার্থের হাতিয়ার হিসেবে ব্যবহার না হতে নেতাকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করেন তিনি। এছাড়াও মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সভাপতি আহসান হাবিব, পাবনা জেলা বিএনপির সাবেক মৎস বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ সরদার, ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আক্তারুজ্জামান ডন, সাবেক সদস্য সচিব রুহুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির দুলাল সরদার, উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী সেলিনা ইসলামসহ অন্যান্যরা। বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে দলের দায়িত্বে থেকেও দলকে সুসংগঠিত করতে পারেন নি। বরং দলের মধ্যে ভাঙন সৃষ্টি করেছে। তিনি আঃলীগকে কখনো প্রতিদ্বন্দ্বী মনে করতেন না, তিনি সব সময় প্রতিদ্বন্দ্বী মনে করতেন বিএনপি নেতাদের। এজন্য দলকে সুসংগঠিত করতে এই আসনে মনোনয়ন পুনর্বিবেচনা করা জরুরী।
