ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। ৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
পাবনা জেলার ৫টি আসনের মধ্যে পাবনা-১ আসনটি বাদে পাবনা জেলার ৪টি আসনে বিএনপির প্রার্থীতা চূড়ান্ত করে তালিকা প্রকাশ করেছে দলের মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর। পাবনা-২ : সেলিম রেজা হাবিব.পাবনা-৩ হাসান জাফির তুহিন,পাবনা-৪ হাবিবুর রহমান হাবিব ও পাবনা-৫ শামসুর রহমান শিমুল বিশ্বাস।
হাবিবের প্রতিক্রিয়া-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পেয়েছেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। দলীয় মনোনয়ন পাওয়ায় বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জাতীয়তাবাদী দলের স্থায়ী ও কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সাথে ঈশ্বরদী ও আটঘরিয়ার সর্বস্তরের নেতাকর্মীসহ জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ দল। সব সময়ই এই দলের নেতৃত্বের জন্য প্রতিযোগিতা থাকবে। মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সেই প্রতিযোগিতা শেষ হয়েছে। তবে আমি আশা করি, দেশনেতা তারেক রহমানের সম্মান ও নির্দেশনা রক্ষায় এবং বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকল মতোভেদ ভুলে গিয়ে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
