খায়রুল গ্রুপের কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ। ২ নভেম্বর রবিবার বিকালে স্বপ্ন দ্বীপ রিসোর্ট সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ কৃষি গবেষনা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট ড. মনোয়ার করিম খান।
খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বেগম শাহীন মাহবুবা অতিরিক্ত সচিব (অব.), ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজলুর রহমান,সহ-সভাপতি হাসানুজ্জামান,খন্দকার মাহবুবুল হক দুদু,মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ঈশ্বরদী থানার উপ পরিদর্শক আতাউল ইসলাম, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন প্রমুখ।
অনুষ্ঠানে আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন,সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকেনা। কোন কিছুতেই মন বসেনা, এক কাজে মনকে স্থির করা যায় না। আর শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো ব্যায়াম ও খেলাধুলা। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে। সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন। তাই দেহ মনে সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য এবং কর্মচারীদের মনোবল দৃঢ় করতে ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্যই খায়রুল গ্রুপ এই খেলার আয়োজন করেছে। সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন।
ফাইনাল খেলায় খায়রুল এগ্রোফুড স্বপ্নদ্বীপ রিসোর্ট কে ৬ উইকেটে পরাজিত করে বিজয় অর্জন করে। উল্লেখ, এই ক্রিকেট প্রিমিয়ার লীগে খায়রুল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগন অংশগ্রহণ করে ।
