বৃহস্পতিবার ১৬ অক্টোবর সকালে পাবনা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও কেক কেটে ইতিহাস সমৃদ্ধ পাবনা জেলার ১৯৭ বছর পালন করা হয়। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী,দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তারের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা প্রশাসক মফিজুল ইসলাম,পাবনা পুলিশ সুপার মোর্তুজা আলী খান,বিশিষ্ট শিক্ষাবিদ ও পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ,পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান ও পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম। অনুষ্ঠানে পাবনার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
