ঢাকাশনিবার , ১৮ অক্টোবর ২০২৫
  • অন্যান্য

দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি চলছে

জয়পত্র ডেস্কঃ
অক্টোবর ১৮, ২০২৫ ৪:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।। ঐতিহ্যবাহী দাশুড়িয়া মোকাররম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উদযাপন উৎসব (১৯৫০ থেকে ২০২৫) ৭৫ বছর পালন উপলক্ষে মহাসমারোহে প্রস্তুতি চলমান রয়েছে । এ উপলক্ষে দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলী উদযাপন উৎসব স্মরণকালের সেরা উৎসব হিসেবে স্মরণীয় করে তুলতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান সদ্যকারামুক্ত নেতা মোঃ শরিফুল ইসলাম তুহিনকে কে আহবায়ক ও দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ের আরেক কৃতি ছাত্র (সদ্য অবসরপ্রাপ্ত) মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াহেদুজ্জামানকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ঠ প্লাটিনাম জুবিলী উদযাপন উৎসব বাস্তবায়ন কমিটি ও একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে। সে সমস্ত উপ-কমিটির সদস্যবৃন্দরা দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞানাগার কক্ষে প্রতিদিন সন্ধা থেকে গভীর রাত পর্য়ন্ত রুটিন কর্মসূচি হিসেবে অনুষ্ঠানকে সার্থক ও প্রাণবন্ত করে তুলতে নানা রকম কর্মসুচি এজেন্ডাভিত্তিক বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে।
প্লাটিনাম জুবিলী উদযাপন উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই বিদ্যালয়ের পুরাতন ও নতুন অগনিত ছাত্র-ছাত্রীদের ব্যাপক সাড়া এবং উৎসাহ-উদ্দিপনা অনুষ্ঠানকে হৃদয়গ্রাহী করে তুলতে সক্ষম হবে বলে সাধারনরা মনে করছে। এই ধারাবাহিকতায় প্রতিনিয়ত বিদ্যালয় চত্বরে বিভিন্ন ব্যাচের প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলা দৃষ্ঠির সীমানায় ঈদের আনন্দ ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে ।দুইদিনব্যাপী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবতী ঈদুল আযহার ২য় দিন । এ জন্য রেজিষ্ট্রেশন, স্মরনিকা,মঞ্চ-সজ্জা ও খাদ্য উপ-কমিটি মুল কমিটির সাথে আলাপ আলোচনা ও সলা-পরামর্শ বেগবান করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করবার জন্য সচেষ্ট রয়েছে।
ইতোমধ্যে প্রস্তুতি কমিটি স্মৃতির মানষে ধরে রাখবার প্রত্যয়ে আকর্ষনীয় স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহন করেছে। সে মহতী উদ্যোগে শরীক হওয়ার জন্য নিজ নিজ ছবি এবং স্মৃতিচারনমূলক লেখা,ছোটগল্প,প্রবন্ধ ও কবিতা প্রকাশের জন্য এবং বিস্তারিত জানতে সংশ্লিষ্ঠদের সচিব বরাবর যোগাযোগ করবার জন্য আহবান জানান হয়েছে।