ঢাকাশনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • অন্যান্য

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঈশ্বরদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জয়পত্র ডেস্কঃ
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে আয়োজনসহ পাঁচ দফা দাবিতে পাবনার ঈশ্বরদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলহাজ্ব মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারির নির্বাচন আয়োজন করতে হবে। একইসঙ্গে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত, বর্তমান সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচারসহ পাঁচ দফা দাবি মানতে হবে।”
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “দেশে যে একনায়কতন্ত্র কায়েম হয়েছে তা থেকে মুক্তি পেতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জাতি মুক্তি পাবে। আমরা গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে জনগণকে সম্পৃক্ত করতে চাই। জনগণের ম্যান্ডেটের ভিত্তিতেই জাতীয় সংসদ গঠিত হতে হবে।”
ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিকের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. সাইদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান খান, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মাসুদ রানা মাসুম, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকী বিল্লাহ খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের পাবনা জেলা প্রকাশনা সম্পাদক আল আমিন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, “বিগত আওয়ামী সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশে ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দিয়েছে। এখন সময় এসেছে এই শাসন থেকে মুক্ত হওয়ার।”
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মীসহ হাজার হাজার কর্মী অংশগ্রহণ করেন।