ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মনিরুজ্জামান ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় ঈশ্বরদী উপজেলা কার্যালয়ে পোঁছালে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যার্থনা জানান ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার। তিনি বিদায়ী ইউএনও সুবীর কুমার দাশের স্থলাভিসিক্ত হলেন।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ঈশ্বরদীতে যোগদান করায় বিভিন্ন মহল থেকে মনিরুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়েছে।
