ইসরাইলের ক্ষেপনাস্ত্র হামলায় ইরানের রাজধানী তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরান জ্বালানি ডিপোয় আগুন ধরে। জ্বালানি অবকাঠামোয় সেই আগুন তাৎক্ষনিক নিয়ন্ত্রণ করা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদমাধ্যম ইরনা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, সবকিছু এখন নিয়ন্ত্রণে আছে। দেশটির নিউজ এজেন্সি তাসনিম জানিয়েছে, ইসরাইলি হামলার পর উদ্ধারকারী ও ফায়ার সার্ভিসের লোক তৎপরতা দেখিয়েছে। ফলে দ্রুতই নিয়ন্ত্রণে এসেছে আগুন।
এদিকে, শাহরানে হামলার কয়েক ঘণ্টা পর ইসরাইলের তেল ডিপোতে হামলা চালিয়েছে ইরান। ইসরাইলের কয়েকটি শহরে রোববার রাতে ক্ষেপনাস্ত্র হামলা চালায় তেহরান। এতে অন্তত ২০ জন আহত হয়েছে, যাদের একজনের অবস্থা গুরুতর। ইসরাইলের জরুরি পরিষেবা এমডিএ জানিয়েছে, হাইফা শহরের পাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন এবং গ্যালিলি এলাকায় একটি দোতলা ভবনে ১৪ জন আহত হয়েছেন।
তবে ম্যাডিসিস দাবি করছে, ইসরাইলের উত্তরাঞ্চলে ইরানের ছোড়া মিসাইলে ১ জন মারা গেছে। একই দাবি করেছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি। ওই অঞ্চলে অন্তত ১৩ জন আহত হয়েছে। প্রাথমিকভাবে ইসরাইলি বাহিনী দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয় ছেড়ে যাওয়ার কথা বলেছিল। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ইরানের ক্ষেপনাস্ত্র হামলা শেষ।তবে ইসরাইলি আর্মি রেডিও একটি সূত্রের বরাতে জানিয়েছে, তেহরান রাতেই আবার হামলা চালাবে। ইরান দ্রুতই হামলার প্রস্তুতি নিচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়েছে ইসরাইল।
এদিকে, রোববার সকাল পর্যন্ত সিরিয়া তাদের আকাশসীমা বন্ধ করেছে। জর্ডানও তাদের আকাশপথে নিষেধাজ্ঞা জারি করেছে।
