ঢাকাবৃহস্পতিবার , ১৪ অক্টোবর ২০২১
  • অন্যান্য

ঈশ্বরদীর সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ২৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ১৪, ২০২১ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার তৃতীয় ধাপে দেশের এক হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ তফসিলে ঈশ্বরদীর সাঁড়া, পাকশী, সলিমপুর, লক্ষীকুন্ডা, দাশুড়িয়া, মুলাডুলি ও সাহাপুর  ইউনিয়ন পরিষদের নাম রয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ইউপি চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। ভোটগ্রহণ হবে ২৮ নভেম্বর।