ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  • অন্যান্য

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন

জয়পত্র ডেস্কঃ
মে ৩১, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির পাবনা জেলার আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ। কেন না,তিনি স্বল্পসময়ের মধ্যেই বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করেছিলেন। তার হাত ধরেই দেশের যত উন্নয়নের সূচনা ঘটে। তিনি হলেন আধুনিক বাংলাদেশের স্থপতি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জিয়া পরিবারের সঙ্গে আমাদের আত্মার সম্পর্ক। বাংলাদেশ যে ভাতে-মাছে বাংলাদেশ সেটি জিয়াউর রহমানের সময়ই প্রচলন হয়। সেসময় কৃষি, শিল্প, গার্মেন্ট সব খাতেই উন্নয়নের সূচনা হয়।
শুক্রবার (৩০ মে) বিকালে পাবনার ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঈশ্বরদী উপজেলা রোডে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন । ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোখলেসুর রহমান বাবলু। এসময় স্থানীয় ঈশ্বরদী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জাকারিয়া পিন্টু,বিএনপি নেতা মাহবুবুর রহমান পলাশ,রেজাউল করিম ভিপি শাহিন,মোঃ রফিকুল ইসলাম নয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, শহীদ জিয়া যখন প্রেসিডেন্ট ছিলেন তখন দেশের মানুষ নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। তার সম্মানের জন্য সৌদি আরবে যে নিম গাছ রোপণ করা হয়েছে সেই গাছগুলো অনেকের কাছে জিয়া ট্রি হিসেবেও পরিচিত। তিনি বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার জন্য আজকের বিশেষ দিনে আল্লাহর কাছে দোয়া করি তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন। আমাদের বাংলাদেশের আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। সেইসঙ্গে খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করছি।
তিনি আরও বলেন,বাংলাদেশের মানুষ আগামী সংসদ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। আমরা আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের জনগণ শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের সুযোগ দিলে বাংলাদেশকে আবারও বিশ্ব দরবারে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে আজকে নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তার দক্ষ নেতৃত্বে শহীদ জিয়ার মতো আবারও স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ।