ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
  • অন্যান্য

বিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢলবিএনপির তারুণ্যের সমাবেশে নেতাকর্মীর ঢল

জয়পত্র ডেস্কঃ
মে ৩১, ২০২৫ ১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

বিএনপির তিন সংগঠনের আয়োজনে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মীরা।
বুধবার বেলা ২টার দিকে এই সমাবেশ শুরু হওয়ার কথা। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল এই সমাবেশের আয়োজক। তাদের প্রত্যাশা, এই সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণের জমায়েত হবে।
সমাবেশ উপলক্ষে নয়াপল্টনসহ আশপাশের এলাকায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে সমাবেশ মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের সামনের সড়কে কোনো যানবাহন চলছে না। আশপাশের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট।