ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  • অন্যান্য

হিন্দু সম্প্রদায়ের নামযজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি পাবনা জেলা জামায়াতের আমির

জয়পত্র ডেস্কঃ
মে ২৮, ২০২৫ ৩:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর দাশুড়িয়ায় হিন্দু সম্প্রদায় আয়োজিত ২৪ প্রহরব্যাপী নামযজ্ঞানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
গত ১৭ মে অধিবাস কীর্তনের মাধ্যমে শুরু হয় সনাতন ধর্মাবলম্বীদের এই বাৎসরিক ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান। ২১ মে শ্রী শ্রী মহাপ্রভুর ভোগ ও মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
জামায়াতের জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডলের সফরসঙ্গী ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ,ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সেক্রেটারি সাইফুদ্দিন ইয়াহিয়া,দাশুড়িয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ারুল ইসলাম,সেক্রেটারি আহসান হাবিব পিপটন এবং প্রচার ও মিডিয়া সেক্রেটারি মো. মেহেদী হাসান জনি।
অনুষ্ঠানে বিভিন্ন সম্প্রদায়ের সুধাকণ্ঠী নাম পরিবেশনায় অংশ নেন। এর মধ্যে রয়েছে শ্যাম সুন্দর সম্প্রদায় (খুলনা), শ্রী শ্রী সোনার গৌর সম্প্রদায় (রংপুর), রাধা গোবিন্দ সেবা সংঘ (নড়াইল), রাধাকুঞ্জ সম্প্রদায় (বরিশাল), শ্রী শ্রী জয়গুরু সম্প্রদায় (পাবনা) এবং স্বাগতিক নিত্যানন্দ সম্প্রদায় (দাশুড়িয়া)।
নামযজ্ঞ পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক গোপাল অধিকারী বলেন, ‘দাশুড়িয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী এই মন্দিরে প্রতিবছরের মতো এবারও শৃঙ্খলাভাবে ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। দেশ ও বিশ্বশান্তির জন্য এই আয়োজন আমাদের দীর্ঘদিনের চর্চা।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি প্রদীপ কুমার রাম।
গত ২০ মে মঙ্গলবার সন্ধ্যায় দাশুড়িয়া বারোয়ারী দেবক্রিয়া মন্দির প্রাঙ্গনে নামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করে তিনি বলেন, ‘মানবতার কল্যাণে ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। সকল জীবের শান্তি, মঙ্গল ও সম্প্রীতির জন্য যে কোনো ধর্মীয় আয়োজন প্রশংসনীয়।’