ঢাকারবিবার , ১৮ মে ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদী বাজারের জাকের সুপার মার্কের্ট ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন

জয়পত্র ডেস্কঃ
মে ১৮, ২০২৫ ৪:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদী বাজারের জাকের সুপার মার্কেটের মালিকের স্বেচ্ছাচারিতা, অযৌক্তিক ভাড়া বৃদ্ধি এবং উচ্ছেদের হুমকির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
‎মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা জাকের সুপার মার্কেটের মূল ফটকের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
‎‎ব্যবসায়ীরা অভিযোগ করেন, মার্কেট মালিক বাবু একতরফাভাবে দোকান ভাড়া বাড়ানোসহ মিথ্যা মামলায় হয়রানি করছেন এবং কিছু ব্যবসায়ীকে উচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন। এই অন্যায়ের বিরুদ্ধে আজকের কর্মসূচির মাধ্যমে জোর প্রতিবাদ জানান তারা।
‎‎এ সময় বক্তব্য রাখেন জাকের সুপার মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মাসুম পারভেজ কল্লোল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনিসহ আরও অনেকে। বক্তারা বলেন, “ব্যবসায়ীদের ন্যায্য দাবি মেনে না নিলে আরও বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।”