অবরুদ্ধ গাজা উপত্যকায় আরো তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মধ্যরাত থেকে চলা এই হামলায় কমপক্ষে ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৪৫ জনই উত্তর গাজার বাসিন্দা। খবর আল-জাজিরার।
দক্ষিণ গাজার ইউরোপীয় এবং নাসের হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার কয়েক ঘন্টা পর আবারও তীব্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার হাসপাতালে হামলায় চিকিৎসা নিতে আসা একজন সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।
