ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদী বিএনপি নেতা আখতারুজ্জামান এর মৃত্যু

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২৮, ২০২৫ ৩:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি ।।ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি,পাবনা জেলা বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এবং সদ্য কারা মুক্ত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান ২৭ এপ্রিল রবিবার বিকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু বরণ করেন ।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।
পারিবারিক সূত্রে জানা যায়,বিকাল চারটার দিকে আখতারুজ্জামান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হয় । সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
দলীয় সূত্রে জানা যায়,বিএনপি নেতা আখতারুজ্জামান আক্তার ২০১৯ সালে ঈশ্বরদীতে শেখ হাসিনাকে ট্রেনে হামলা মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী ছিলেন। ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর হাইকোর্ট ডিভিশনের আপিল বিভাগ থেকে তিনি নির্দোষীভাবে খালাস প্রাপ্ত হয়ে গত ফেব্রুয়ারি মাসে রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ।
বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান আক্তারের মৃত্যুতে গভীর প্রকাশ করেছেন সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,সাবেক পৌর মেয়র মেখলেসুর রহমান বাবলু,বিএনপির পৌর সাধারন সম্পাদক জাকারিয়া পন্টিু, মাহবুবুর রহমান পলাশ, রেজাউল করিম ভিপি শাহিন, আজিজুর রহমান শাহীন,জাকির হোসেন জুয়েল, মেহেদী হাসান,মোস্তফা নূরে আলম শ্যামল ও রফিকুল ইসলাম নয়নসহ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।