ঢাকাসোমবার , ২১ এপ্রিল ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদীর দাশুড়িয়াতে পুলিশের অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ২১, ২০২৫ ২:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২০ এপ্রিল) গভীর রাতে দাশুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া ডিগ্রীপাড়া গ্রামে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়,গোঁপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে,ঈশ্বরদী-টু-পাবনা মহাসড়কের পাশের একটি জঙ্গলে কিছু দুষ্কৃতিকারী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থলে যায়।
রাত আড়াইটার দিকে পুলিশ সেখানে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে মহাসড়কের দক্ষিণ পাশে জঙ্গলের ঘাসের মধ্যে একটি একনলা ওয়ান শুটার গানউদ্ধার করা হয়।উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি লোহার তৈরি এবং সেটির গায়ে ইংরেজিতে ‘BARMA’ লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ । এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বলছে, আগ্নেয়াস্ত্রটি কোথা থেকে এলো, কে বা কারা সেটি ফেলে পালিয়েছে—তা জানার জন্য তদন্ত চলছে।