নিজস্ব প্রতিনিধি : ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মনোয়ারুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা ও গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকালে দাশুড়িয়া নতুন গোলচত্বর মোড়ে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি দাশুড়িয়া হাইস্কুল থেকে শুরু হয়ে দাশুড়িয়া নতুন গোলচত্বরে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা,মুলাডুলি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক,আহত মনোয়ারুলের ছেলে ঈমন হোসেন। সমাবেশে বক্তারা,এ ঘটনায় জড়িত উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিপন প্রামানিক,দাশুড়িয়া শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রকু প্রামানিক সহ অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। দ্রুত সময়ে গ্রেফতার করা না হলে উপজেলা বিএনপির ব্যানারে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশে জানানো হয়। এছাড়াও জড়িত সকলকে দলীয় পদ পদবী থেকে বহিষ্কারের দাবীও জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রশিদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান মুকুল,যুগ্ম সম্পাদক আজমল হোসেন,বিএনপি নেতা এনামুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হেদায়েতুল্লাহ অনিক খন্দকার, সাইফুল ইসলাম পন্ডিত,ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকী,সদস্য সচিব বিপুল মোল্লা,মুলাডুলি ইউনিয়ন যুবদলের আহবায়ক শরিফুল হক,সদস্য সচিব আলী আকবর, উপজেলা তাতী দলের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহীদ হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,রকিবুল ইসলাম লাকী,দাশুড়িয়া ইউনিয়ন কৃষকদলের আহবায়ক মহিদুল ইসলাম,উপজেলা ছাত্রদল নেতা জীবন মোল্লা, মেরিদুল ইসলাম, ঈমন হোসেন, রাব্বি হোসেন, আকাশ সহ সহস্রাধিক নেতাকর্মী।
