ঢাকাবুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  • অন্যান্য

জাকারিয়া পিন্টুর প্রার্থীতা ঘোষণা

জয়পত্র ডেস্কঃ
এপ্রিল ১৬, ২০২৫ ৩:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

সাবেক ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনে গুলি করা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী এবং সদ্য কারামুক্ত ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন।
মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকালে শহরের বাবু পাড়াস্থ ক্রীড়া প্রতিষ্ঠান ব্রাদার্স ইউনিয়ন কার্যালয়ে সাংবাদিক ও দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে জনাকীর্ণ পরি্বেশে এমপি পদে নিজের মনোয়নন প্রত্যাশার কথা জানান তিনি।
এসময় তিনি বলেন,দলের সবারই অধিকার আছে নমিনেশন চাওয়ার। সেখান থেকে আমি মনোনয়ন প্রত্যাশা করি। মিটিং শেষে তিনি তার মতাদর্শের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে ঈশ্বরদী শহরে ফিলিস্তিনের গাজায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন।