বাংলাদেশ জামায়াতে ইসলামী ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন শাখার উদ্যোগে গণশিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে চাঁদপুর লক্ষিকোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল।
জামায়াতে ইসলামী মুলাডুলি ইউনিয়ন শাখার আমির প্রভাষক শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক,উপজেলা সেক্রেটারি মো.সাইদুল ইসলাম।
ইউনিয়ন সেক্রেটারি মাওলানা লোকমান হোসাইনের সঞ্চালনায় ইফতার মাহফিলে দেড় হাজারেরও বেশি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
