ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  • অন্যান্য

ঈশ্বরদীর সাহাপুরে জামায়াতের উদ্যোগে দুঃস্থ্যদের মাঝে রমাদ্বান ফুড প্যাকেট বিতরণ

জয়পত্র ডেস্কঃ
মার্চ ১৮, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর সাহাপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে গবীর অসহায় ও দুস্থ্যদের মাঝে রমাদ্বান ফুড প্যাকেট বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে ইউনিয়নের কদিমপাড়া নিশিতলায় এ প্যাকেট বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং ফুড প্যাকেট বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন সংগঠনের ঈশ্বরদী উপজেলা আমির ডক্টর নুরুজ্জামান প্রামাণিক।
সাহাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা খন্দকার সানাউল্লাহ এর সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারি মো. মাসুম বিল্লাহ এর পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মাহমুদ হোসেন শাজাহান, আকিবুর রহমান রিয়াদ, মো. ইকবাল হোসেন, মো. রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ওই এলাকার শতাধিক গরীব অসহায় ও দুস্থ্য পুরুষ এবং নারীদের মধ্যে রমাদ্বানের বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। অসহায় মানুষজন ফুড প্যাকেট পেয়ে জামায়াতে ইসলামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।