ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

ভাষা শহীদ বিদ্যানিকেতনে বার্ষিক ক্রীড়া সম্পন্ন

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীর চরমিরকামারীতে অবস্থিত ভাষা শহীদ বিদ্যানিকেতনের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।
সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মন্ডল।
ভাষা শহীদ বিদ্যানিকেতন পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শহিদ হাসান লিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের তালিমুল কোরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, উপজেলা জামায়াতের আমির ড. নুরুজ্জামান প্রামানিক, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, ঈশ্বরদী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ শাহিনা আক্তার,সলিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান ও ভাষা শহীদ বিদ্যানিকেতনের সাবেক সভাপতি শহিদুল ইসলাম চেনু সরদার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো. ফজলুল হক, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি মারুফ মো.আহসানউজ্জামান,আইন বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা শুরা সদস্য মাসুদ রানা মাসুম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন ও মো. আনারুল ইসলাম প্রমুখ।