জনকল্যাণমুখী সামাজিক ও সাংস্কৃতিক পরিষদ ‘আহ্বান’ রুপপুর, পাকশী এর পক্ষ থেকে ঈশ্বরদীর দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের দুধারে বালু অপসারণ কার্যক্রম শুরু করেছে । ১৬ ফেব্রুয়ারী দুপুরে রুপপুর মোড় থেকে দিয়াড় সাহাপুর গোলচত্বর পর্যন্ত মহাসড়কে এই কার্যক্রম শুরু করা হয়।
উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন পাবনা সড়ক ও জনপথের উপ-সহকারী প্রকৌশলী মো. বিপুল খান, আহ্বান এর প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মো. মাকসুদুর রহমান (চান্না), আহ্বায়ক মো. রকিবুল ইসলাম (রাকিব), যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মু. ওহিদুল ইসলাম সোহেল, মো. ফয়সাল হাসান (ইমন), মো. রায়হান সরদার, উপদেষ্টা সদস্য মো. সুজাউদ্দিন পলাশ, মো. হাফিজুর রহমান সজিব, মো. শফিকুল ইসলাম রাজিব, মো. জাহিদুর রহমান রনি, সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকদের পক্ষ হতে শ্রমিক সরদার সোহান সহ ৮ জন শ্রমিক।
