শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার রায়ে ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাসপ্রাপ্ত ঈশ্বরদীর বিএনপির সদ্য কারামুক্ত নেতৃবৃন্দের সাথে সাক্ষাত করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও পাবনা জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নেতাদের বাড়ি বাড়ি গিয়ে তিনি সাক্ষাত করেন।
জামায়াত নেতা আবু তালেব মণ্ডল সদ্য কারামুক্ত কেন্দ্রীয় বিএনপির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মকলেছুর রহমান বাবলু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি একেএম আক্তারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কমিশনার শামসুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আজিজুর রহমান শাহীন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম মোস্তফা শ্যামল ও পৌর বিএনপি ৫ নং ওয়ার্ডের সাবেক সভাপতি শহিদুল ইসলাম অটল এর বাড়িতে যান।
অধ্যাপক আবু তালেব মণ্ডল কারামুক্তদের বাড়িতে গিয়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করান এবং তাদের কারামুক্তিতে মহান আল্লাহ তায়ালা শুকরিয়া আদায় করে ও তাদের সুস্থ্যতার জন্য দোয়া করেন। জামায়াত নেতা আবু তালেব মণ্ডলের প্রতি এসময় কারামুক্ত বিএনপি নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, পৌর আমির মাওলানা গোলাম আজম খান, উপজেলা আইন বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, যুব ও ক্রীড়া বিষয়ক সেক্রেটারি বাকিবিল্লাহ খান, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন পান্না, পৌর সেক্রেটারি মাওলানা আল আমিন, পৌর ৬ নং ওয়ার্ড সভাপতি ইয়াছির আরাফাত সুজন, সেক্রেটারি হাফেজ আলিফ হোসাইন সহ অর্ধ শতাধিক জামায়াত নেতাকর্মী।
কারামুক্ত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পলাশ এবং ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহিন ঢাকাতে অবস্থান করায় তাদের সাথে পরবর্তীতে অধ্যাপক আবু তালেব মণ্ডল সাক্ষাত করবেন বলে জানান।
এছাড়া তিনি একই মামলায় সদ্য কারামুক্ত আজাদ হোসেন খোকন মঙ্গলবার রাতে মারা যাওয়ায় বুধবার সকালে তাকে দেখতে শহরের কাচারীপাড়াস্থ তার বাড়িতে যান এবং দুপুরে তার নামাজে জানাজা অংশগ্রহণ করেন ও জানাজা নামাজ পূর্ব বক্তব্য রাখেন।
