ঈশ্বরদীতে শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার খালাসপ্রাপ্ত সদ্য কারামুক্ত আজাদ হোসেন খোকন (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ১০ টায় শহরের কাচারীপাড়ায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
নিহত খোকন কাচারীপাড়ার পিয়ার আলী মন্ডল এর বড় ছেলে। গত ১২ সেপ্টেম্বর’২৪ তিনি জামিনে মুক্তি পান।
পারিবারিক সূত্র জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) বাদ যোহর কাচারীপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পিয়ারাখালী গোরস্থানে তাকে দাফন করা হয় । উক্ত নামাজে জানাজায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্ঠা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব,জামায়াতে ইসলাম পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ আবু তালেব মন্ডল,ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মোঃ মকলেসুর রহমান বাবলু, ঈশ্বরদী পৌর বিএনপির সাধারন সম্পাদক মোঃ জাকারিয়া পিন্টুসহ নেতৃবৃন্দ জানাজায় অংশ গ্রহন করেন।
