ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য

ঢুলটি বাজারে জামায়াতের গণ শিক্ষাশিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

জয়পত্র ডেস্কঃ
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৪:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর এক বিশাল গণ শিক্ষাশিবির (টি.এস) ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঢুলটি বাজারে এ গণ শিক্ষাশিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুলাডুলি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড জামায়াত এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, পাবনা জেলা আমির এবং দলটির ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের পাবনা জেলা কর্মপরিষদ সদস্য ও ঈশ্বরদী উপজেলা সাবেক আমির মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা সেক্রেটারি মো. সাইদুল ইসলাম।
মুলাডুলি ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক শাহিনুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আইন ও মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি হাফিজুর রহমান খান, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি মাহফুজুর রহমান, উপজেলা আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি আব্দুর রহমান মাষ্টার, উপজেলা ওলামা সেক্রেটারি মাওলানা ফারুক হোসেন পান্না প্রমুখ।
অনুষ্ঠানে পাবনার অর্ণিবান শিল্পী গোষ্ঠী এবং ঈশ্বরদীর নিশান শিল্পী গোষ্ঠী মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।