ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ঈশ্বরদী সরকারী কলেজের সাবেক ভিপি ও ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নেফাউর রহমান রাজু (৫২) আর নেই। শনিবার (২১ ডিসেম্বর) ভোরে পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
নেফাউর রহমান রাজু ঈশ্বরদীতে শেখ হাসিনার ট্রেনে হামলা মামলার কারাদন্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তিনি বেশ কয়েকবার কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর ৪৭ জনের মধ্যে ৯জন বাদে রাজুসহ সবাই জামিনে মুক্ত হয়ে আসেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, আত্নীয়-স্বজন,বন্ধু-বান্ধব ও অগনিত গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্র জানায়, শনিবার বাদ আসর সাহাপুর আবুল কাশেম বিদ্যালয় মাঠে নেফাউর রহমান রাজুর জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
নেফাউর রহমান রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে,মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে,শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, তার ঘনিষ্ঠ ও বিএনপির কেন্দ্রীয় নেতা, পাবনা জেলা বিএনপির আহবায়ক মোঃ হাবিবুর রহমান হাবিব ও পাবনা জেলা জামায়াতের আমির মোঃ আবু তালেব মন্ডল, গোলাম রব্বানী খান জুবায়ের,নুরুজ্জামান প্রাং,সাইদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
